Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে মাদক জব্দ, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজশাহীর সীমান্ত এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ১৯০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক দু’টি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। 

এ ঘটনায় মো. সালাউদ্দিন (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি রাজশাহীর দামকুড়া থানার চরমাজারদিয়াড় গ্রামের  আব্দুল কাদেরের ছেলে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল দামকুড়া থানার আইবাদ পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে বিজিবির চরমাজারদিয়াড় সীমান্ত ফাঁড়ির একটি টহল দল চরমাজারদিয়াড় পুরাতন স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ সালাউদ্দিনকে আটক করে। 

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Bootstrap Image Preview