Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জানা গেলো চবি’র বোমারূপী বেগুন রহস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গত দিনের আলোচিত ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বোমা সদৃশ্য বস্তুটি। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই বস্তু পাহারা দিয়েছে পুলিশ ও প্রশাসন। পরে দেখা যায় একটি বেগুনকে কালো টেপ পেঁচিয়ে বোমা সদৃশ বানানো হয়েছে। কিন্তু কে বা কারা এটি করেছে সেটি ছিল রহস্য। অবশেষে রহস্যও জানা গেল।

টেপে-তারে মোড়ানো বেগুনটি ছিল একটি প্রতীকী বোমা। বিশ্ববিদ্যালয়েরই একটি অনুষদের অনুষ্ঠানেেএটি ব্যবহার করা হয়েছিল।

ইউএসএইড এবং চবি আইন অনুষদের যৌথ উদ্যোগে গত ২৬ জানুয়ারি মক ট্রায়াল (প্রতীকী বিচার) টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রতীকী আদালতের সামনে কিভাবে বোমা বানানো হয়েছিলো, সেটি তুলে ধরতে বেগুন, স্কচটেপ আর দুটি তার দিয়ে কথিত ওই বোমাটি তৈরি করা হয়। অনুষ্ঠান শেষে তা ফেলে দেওয়া হয়।

তাসমিয়া ইকরা নামের একজন বলেন, প্রসিকিউশনের আলামত হিসেবে এটা দেখানো হয়েছিল। তবে সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। এটা নকল একটা গ্রেনেড বানানো হয়েছিল।

আগেই কেন বিষয়টি জানানো হলো না? -এ প্রশ্নে ইকরা বলেন, ‘আমরা জানতাম না এটাকেই বোমা হিসেবে মনে করা হয়েছে। আমি ফেসবুক পোস্ট পড়ে বিষয়টি জেনেছি।’

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই খবর আসতে থাকে আইন অনুষদের ডিন অফিসের পাশে বোমা পাওয়া গেছে। এর পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘিরে রাখা হয় আশপাশ।

রাতভর পুলিশ পাহারা দেওয়ার পর সকালে বোম্ব ডিস্পোজাল ইউনিট আসে। বেলা ১১টায় ৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। যন্ত্রপাতির সাহায্যে এটিকে নিষ্ক্রিয় করতে গিয়ে তারা আবিষ্কার করেন, এটি আসলে কালো ট্যাপে মোড়ানো একটি বেগুন। এর দুই পাশে লাল কালো ইলেক্ট্রিক তার ছিল।

Bootstrap Image Preview