Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯৯৯ এ কল, একযোগে রক্ষা পেল ১২০০ রোগীর প্রাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


৯৯৯-এ জরুরি কল সাথে সর্বস্তরের মানুষের আন্তরিক উদ্ধার তৎপরতায় আগুন লাগা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ১২০০ রোগীর প্রাণ রক্ষা পেল। তবে মাসখানেক আগে মহড়া হওয়া হাসপাতালের স্টোর-রুমে কিভাবে আগুন লাগলো তাৎক্ষণিকভাবে তার উত্তর মেলেনি।

উত্তরের খোঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালটির জরুরি বিভাগ চালু থাকলেও পুরোপুরি চিকিৎসা সেবা চালু হতে ঠিক কত সময় লাগবে তা এখনও বলতে পারছেন না কেউ। আর রোগী না থাকায় হাসপাতাল ভবন যেন পরিণত হয়েছে এক পরিত্যক্ত ভবনে। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ এর দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের স্টোর-রুম থেকে লাগা আগুন তৃতীয় তলার শিশু ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে পড়লে চিকিৎসাধীন ১২০০ রোগীসহ চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

এসময় হাসপাতালের একজন গাড়ি চালক জরুরি হটলাইন- ৯৯৯ এ কল করে সাহায্য চায়। সে বিষয়ে ড্রাইভার বলেন, ৯৯৯ এ ফোন করে আমি জানাই হাসপাতালে আগুন লেগেছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে ফায়ার সার্ভিস এবং কিছু অ্যাম্বুলেন্স পাঠান।  

তবে তার আগেই উদ্ধার তৎপরতায় হাত লাগান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও পাশের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর ৯৯৯ এ ফোনে সাড়া দিয়ে হাজির হন র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। শুরুতে পানি স্বল্পতার কারণে নিয়ন্ত্রণে সমস্যা হলেও পরে ১৬ ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, আগুনের সূত্রপাত শুনেছি স্টোর রুম থেকে হয়েছে। নিচতলা থেকে আগুন উপরের দিকে উঠে যায়। প্রথমে পানি স্বল্পতা ছিল। ফলে প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হলেও পরে ১৬ ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

এসময় একজন পুলিশ কর্মকর্তা বলেন, ছাত্র-শিক্ষক ও পুলিশ একত্রিত হয়ে আমরা বাইরে থেকে অ্যাম্বুলেন্স এনে রোগী সরিয়েছি। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি চলে রোগী সরানোর কাজ। বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো বিনা পয়সায় রোগী নেয়ার কাজ করে।

এবিষয়ে অনেকেই প্রশ্ন করে বলেন, মাত্র কিছুদিন আগে অগ্নি নির্বাপকের মহড়া হওয়া হাসপাতালে আগুন লাগলো কেন? আর কেনই বা তাৎক্ষণিকভাবে আগুন নেভানো গেল না?

আর এরই কারণ জানতে ফায়ার সার্ভিস গঠন করেছে ৭ সদস্যের তদন্ত কমিটি বলে জানা গেছে।

উল্লেখ্য, আগুন লাগার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। 

 

Bootstrap Image Preview