Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার আত্রাই পালপাড়া বেসরকারি একটি এনজিও সংস্থা আয়োজনে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমী এনজিও’র পরিচালক এরফান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. সুজন আল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্টার ডা. আব্দুস সবুর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌসুমী এনজিও’র কর্মকর্তা এমদাদ আলী, শাখা ব্যবস্থাপক লিপন হোসেন, হিসাব রক্ষক শাকিলা আক্তার, মাঠ কর্মকর্তা সুরুজ হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট ফিজিওথেরাপির চিকিৎসক টিম।

স্বাস্থ্য ক্যাম্পে ৮০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Bootstrap Image Preview