Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টারে ইজতেমায় এলেন আল্লামা শফী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে হেলিকপ্টারে চড়ে আসলেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হেফাজতে ইসলামের আমির ইজতেমায় মাঠে এসে পৌঁছান।

এর আগে জন্মস্থান চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ইছাখালী থেকে বেসরকারি হেলিকপ্টারে তিনি টঙ্গীর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। সফরসঙ্গী রয়েছেন তার ছেলে হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

এ ব্যাপারে মাওলানা আনাস মাদানী বলেন, হেফাজত আমির সেখানে জুমা পড়বেন। শনিবার আখেরি মুনাজাত পর্যন্ত ইজতেমা ময়দানে থাকবেন তারা।

তিনি আরও জানান, দুই বছরই আল্লামা আহমদ শফি চট্টগ্রাম আঞ্চলিক ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দাওয়াতের কাজে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং আলমী শুরার প্রতি সম্মান জানিয়ে অসুস্থ শরীর নিয়ে বিশ্ব ইজতেমায় শরীক হচ্ছেন তিনি।

Bootstrap Image Preview