Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সামরিক বহরে হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত যে অভিযোগ করেছে, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় হামলা সম্পর্কে পাকিস্তান সরকার জানায়, ‘এটা গুরুতর চিন্তার বিষয়।’ পৃথিবীতে সংঘটিত যেকোনো হিংসাত্মক ঘটনার ক্ষেত্রেই পাকিস্তান চিরকাল নিন্দা করে এসেছে।

পাকিস্তানের পক্ষ থেকে আরো জানান হয়েছে, কোনো রকম তদন্ত ছাড়াই ভারতীয় সরকার ও মিডিয়া এই ঘটনার সাথে পাকিস্তানের নাম জুড়ে দিয়েছে, কিন্তু এর জন্য পাকিস্তান কোনো ভাবেই দায়ী নয়।

এমন ভয়াবহ হামলার সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এক বিবৃতি জারি করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত।এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে তিনি জানান যারা যারা জড়িত তাদের কাউকে ছাড় দেবে না ভারত।

তিনি আরো বলেন, আমরা দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, নিশ্চিন্ত থাকুন হামলার যোগ্য জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় চালানো এই হামলায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জনেরও বেশী জওয়ান। এ হামলার দায় ইতিমধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ স্বীকার করেছে।

Bootstrap Image Preview