Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোহরাওয়ার্দীতে রোগী না পেয়ে স্বজনদের আহাজারি, এ্যাম্বুলেন্স নিয়ে হট্টগোল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের মধ্যে যারা মুমূর্ষু তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা নিয়ে হট্টগোল লেগেছে হাসপাতাল চত্বরে। এই সময় স্বজনরা রোগীদের খুঁজে না পেয়ে আহাজারি করছে।

ঘটনাস্থলে থেকে বিডিমর্নিং প্রতিনিধি জানান, আগুন লাগার খবর পেয়ে দূর দুরান্ত থেকে ছুটে আসছেন রোগীর স্বজনেরা। যে যার মতো লাগিয়েছেন হট্টগোল। একের পর এক এ্যাম্বুলেন্স আসলেও রোগীর সংখ্যায় তা নগন্য৷ কোন রোগী আগে যাবে তা নিয়ে চলছে নানা দৌড় ঝাপ। পুলিশ,র‍্যাবের হস্তক্ষেপেও তা থামানো যাচ্ছেনা। অনেকে আবার আহাজারি করছেন রোগি খুজে না পাওয়ার জন্য৷ হাসপাতালের এ প্রান্ত থেকে ও প্রান্ত বিলাপ করে দৌড়াচ্ছেন রোগীর স্বজনেরা।

আবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে যেখানে সোহরাওয়ার্দীর রোগীদের নেওয়া হয়েছে সকল জায়গায় তাদের ফ্রি চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এ্যাম্বুলেন্সগুলোকেও ফ্রি সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Bootstrap Image Preview