Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুরে খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এই কর্মসূচির আওতায় ২’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীর মধ্যে তিল বীজ ও সার এবং ২’শ জনের মাঝে মুগ বীজ ও সার বিতরণ করা হয়। তিল ফসলের জন্য প্রতি ৫ জনের একটি গ্রুপে বীজ ৫ কেজি, ডিএপি সার ১’শ কেজি ও এমওপি সার ৫০ কেজি প্রদান করা হয়। এছাড়াও উপজলো পরিষদের সহযোগিতায় বোরো ফসলের জন্য গুটি ইউরিয়া বিতরণ করা হয়।

এসময় উপজলো কৃষি অফিসার নাজমুল সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজলো নির্বাহী অফিসার নাজমুল হুসইেন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার খালকেুজ্জামান প্রমুখ।

Bootstrap Image Preview