Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে আগুন লেগেছে সোহরাওয়ার্দী মেডিকেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভাতে গেছে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতাল থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন। হাসপাতালের নতুন ভবনে স্টোর রুমে আগুন লেগেছে বলে হাসপাতাল সূত্রগুলো বলছে।ফায়ার সার্ভিস ও হাসপাতাল সুত্রগুলো প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।

আগুন লাগার পর রোগীদের হাসপাতালের মাঠে ও আশেপাশের হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা রোগী ও তাদের স্বজনদের আতঙ্কিত না হওয়া জন্য অনুরোধ করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর শাহাদাত হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। তবে, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুনের খবর পেয়েই অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ঘটনাস্থলে ছুটে যান। তার উপস্থিতিতে রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে আছে। রোগীদের মধ্যে যারা একটু বেশি অসুস্থ তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। রোগীরা সকলেই নিরাপদে আছে।

Bootstrap Image Preview