Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় ভালোবাসা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ

রিদুয়ান হাফিজ (চকরিয়া-পেকুয়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়ার বৃহত্তর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার'স সোসাইটি ও পীস ফাইন্ডারের যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল আনাচের সৌজন্যে চকরিয়া পৌর শহরের বিমানবন্দর সংলগ্ন বিজয় মঞ্চে কার্যক্রম সম্পন্ন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জিয়া উদ্দিন জিয়া, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব হায়দার আলী, সংগঠনের উপদেষ্টা হোসাইন উজ্ জামান, পিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা আদনান রামীম, জুবাইরুল ইসলাম, কামরুল হাসান টুটুল, ছাত্রনেতা হুমায়ুন কবির চৌধুরী।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় ৫ শতাধিক জনসাধারণকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ৬৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরো ব্যাপকভাবে আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন নুরুল কবির মিলন, রবিউল হাসান, ইউনুছ উদ্দিন, মোঃ মঈন উদ্দিন। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রমিজ উদ্দিন, সিদ্রাতুল মুনতাহা, মো: জুবাইর, অাবু সৌরভ, ইবনুল আবিদ, আহমদ হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, ওমর ফারুক, সাজ্জাদ হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview