Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কানায় কানায় পূর্ণ তুরাগ তীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আসর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় এ বছরের বিশ্ব ইজতেমা।

নানা শঙ্কা ও নাটকীয়তার পর অবশেষে তাবলিগ জামাতের দু’পক্ষ ইজতেমা আয়োজন করতে সম্মত হয়েছে। তবে দু’পক্ষ আলাদাভাবে অংশ নিচ্ছে এবারের ইজতেমায়। ইজতেমায় আগত মুসল্লিদের অংশগ্রহণে ইতিমধ্যে টঙ্গী ময়দান কানায় কানায় পূর্ণতা লাভ করেছে।

গতকাল বুধবার রাত থেকেই দেশের স্থান থেকে মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। মাওলানা জুবায়ের অনুসারীদের ঘোষণামতে বৃহস্পতিবার বাদ ফজর বয়ান শুরু হওয়ার কথা থাকলেও সরকারের অনুরোধের কারনে আসরের পর থেকে কার্যক্রম শুরু করেন তারা।

বর্তমানে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় আগত মুসল্লিরা সময় কাটাচ্ছেন মসজিদওয়ারী বয়ান ও ব্যক্তিগত তেলাওয়াত-জিকিরে।

প্রথম ধাপে মাওলানা যুবায়ের অনুসারীরা ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন। বৃহস্পতিবার থেকে শনিবার আসর পর্যন্ত ইজতেমার পরিচালনার দায়িত্বে থাকবেন তারা। ইতিমধ্যে ভারত-পাকিস্তান থেকে মাওলানা সা’দ বিরোধী শীর্ষ মুরব্বীরা ইজতেমা ময়দানে পৌঁছেছেন।

ইজতেমা ময়দানে ভারত-পাকিস্তানের মুরুব্বিদের আগমনের খবরটি নিশ্চিত করেছেন মাওলানা জুবায়েরের ছেলে মাওলানা হানজালা বিন জুবায়ের।

তিনি জানান, বৃহস্পতিবার আসরের পর পাকিস্তানের মাওলানা খুরশিদ উদ্বোধনী বয়ান করবেন। বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাটের বয়ান করার কথা রয়েছে।

শনিবার দুপুরে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে এ অংশের কার্যক্রম।

আর সা’দ অনুসারীদের ইজতেমা ১৭ ফেব্রুয়ারি শুরু হবে। রোববার ফজরের পর থেকে মাওলানা সা’দ অনুসারীরা অংশ নেবে ইজতেমায়। ১৭ ফেব্রুয়ারি বাদ ফজর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে ১৮ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্যদিয়ে শেষ হওয়ার কথা থাকলে তারা ১৯ ফেব্রুয়ারি তাদের ইজতেমার কার্যক্রম শেষ করবেন।

Bootstrap Image Preview