Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসা দিবসে অসুস্থ রোগীদের পাশে ফুল-ফল নিয়ে একদল তরুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সচরাচর দিবসটি সবাই প্রিয়জনের সাথে কাটায়, কিন্তু ভালোবাসা দিবসে এক অন্যরকম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার সদস্যরা।

১৪ই ফেব্রুয়ারি সকাল ১১টায় তারা ফুল এবং ফল নিয়ে উপস্থিত হন নোয়াখালী সদর হাসপাতালে। হাসপাতাল একটি মানবসেবা কেন্দ্র। আর সেখানেই মানবসেবার মহান দৃষ্টান্ত স্থাপন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার সদস্যরা।

তারা হাসপাতালের একটি বিভাগের কয়েকটি ওয়ার্ডে ভর্তি প্রায় অর্ধশতাধিক রোগীকে ফুল এবং ফল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করে এবং তাদের শারীরিক শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠন তথা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্দ্র ভৌমিক।

তিনি বলেন, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মনের মধ্যে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা আসলে অন্য কোথায় ও নাই। সেই সুবাদে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রা বিভিন্ন সময় সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত, অবহেলিত, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করে। ক্রমশ তাদের এই যাত্রা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা, একইসাথে সমাজের তরুণদের ও বিভিন্ন সামাজিক, মানবিক ও ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার অন্যান্য সদস্যদের মধ্যে সিরাজুল ইসলাম তাসকিন, আবির আরাফাত ফরহাদ, ফারহান আহম্মেদ ফাহিম, হৃদয় চন্দ্র পাল, ফাহিম খান পলাশ, আবদুর রহমান শাওন, রিয়াদ মাহমুদসহ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্স ও অন্যান্য সদস্যবৃন্দ।

Bootstrap Image Preview