Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ইভটিজিং'র অভিযোগে বহিরাগত যুবক আটক

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে নাজমুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ব্যক্তি সুনামগনঞ্জের দিরাই থানার দৌলতপুর পীর সাহেব বাড়ির বাসিন্দা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টায় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আটক করা হয়।

জানা যায়, ইভটিজিংকারী ঐ ব্যাক্তি মদিনা মার্কেট থেকে অভিযোগকারী ছাত্রীর পিছু নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত আসে। তখন ওই ছাত্রী প্রধান ফটকে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীকে বিষয়টি জানায়। এসময় ছাত্রলীগের ফিজিক্যাল সায়েন্স অনুষদের আহ্বায়ক তমাল রায়ের নেতৃত্বে ওই ব্যক্তিকে আটক করে শাহপরান হলে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর বলেন, আমরা ভিকটিমের অভিযোগ শুনেছি এবং আইন অনুযায়ি ইভটিজিংকারীর বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর সামিউল ইসলাম বলেন, এক ছাত্রীকে ইভটিজিং করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিংকারীকে আটক করে প্রশাসনকে বিষয়টি অবহিত করে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।

Bootstrap Image Preview