Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সড়কে এনজিও সংস্থার বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত তারেক হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে উখিয়ার নাগরিক সমাজ। এ লক্ষ্যে কোটবাজার স্টেশনে জন উদ্যোগ ও নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

এ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ এ কর্মসূচি পালিত হবে। 

নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোক্তা মোস্তাফা শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন। মানববন্ধনে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি। 

এদিকে ভদ্র, নম্র ও হাস্য উজ্জ্বল তারেকের অকাল মৃত্যুতে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনরা এনজিও কর্মকর্তাবাহী ঘাতক হায়েস মাইক্রোবাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

তারেকের হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাই ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ১০৬টি আর্ন্তজাতিক ও দেশিয় এনজিও সংস্থার হাজার হাজার যানবাহন বেপরোয়া গতিতে না চালানোর দাবি জানাচ্ছি এবং কক্সবাজারে অবস্থান না করে এসব এনজিও বাহী গাড়ী ক্যাম্প ভিত্তিক এলাকায় অবস্থান করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেন তারা। 

Bootstrap Image Preview