Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


খুলনায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে  গ্রেফতার করা হয় তাদের।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান বলেন, খুলনা জেলা পুলিশের নিয়মিত এই অভিযানে ৫ মাদকবিক্রেতাসহ মোট ৫৬ জন আসামিকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় আটকদের কাছ থেকে ৫ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা, ১টি শুটারগান ও ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জন মাদক বিক্রেতাসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২২ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা ও ১ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

এদিকে ,ডিএমপি কমিশনার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। মাদক ব্যবসায়ীকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত সে যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগরীতে মাদকের কোনো আখড়া থাকতে পারবে না। আমরা যেকোনো মূল্যে রাজধানী থেকে মাদক নির্মূল করব।

Bootstrap Image Preview