Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় ৫০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ উল আমিন (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে উখিয়ার বালুখালী ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের শফিউল্লাহকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সৈয়দ উল আমিন উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের কাদির হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ সিপিসি-২ সিনিয়র সহকারী পরিচালক কোম্পানি কমান্ডার মির্জা শাহ্দে মাহতাব জানান, রোহিঙ্গা ক্যাম্পের কিছু ইয়াবা কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় হাতেনাতে সৈয়দ উল আমিনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটক যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview