Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪০ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview
প্রতীকী


দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. ইকবাল হোসেন (৩৫)।

দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো নামক ছোট একটি শহরে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার  সময় এই  ঘটনা ঘটেছে ।

জানা যায়, ইকবাল হোসেন তার স্বদেশি ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কথা বলে বিদায় দিতে দোকানের বাগলারের গেট খুলে। তখন দোকানের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়।

এ সময় ইকবালের পার্টনার দৌঁড়ে দোকানের ভেতরে প্রবেশ করে গেট বন্ধ করতে গেলেই সন্ত্রাসীরা ইকবালকে গুলি করে করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। ইকবালের পার্টনার দোকানের পেছনে লুকিয়ে প্রাণে রক্ষা পায়। এ সময় সন্ত্রাসীরা দোকানের ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে, গত ২১ দিনে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে শনিবার রাতে গুলিতে মারা যান ফেনীর যুবক নাজমুল হুদা বিপ্লব (২৫)। গত ২৮শে জানুয়ারি ছুরিকাঘাতে মারা যান ফেনীর আরেক যুবক শাহ পরাণ। এছাড়া ২৫শে জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে মারা যান মাদারীপুরের সিরাজুল ইসলাম মোল্লা এবং এর দুইদিন আগে ২৩শে জানুয়ারি ফেনীর মহিন উদ্দিন মহিন (৪০)।

সুত্র জানায়,দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে নাজমুল হুদা বিপ্লব নামের (২৫) নামে ফেনীর দাগনভূঞার এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো লোকেশনের এলডেরাডো পার্ক এলাকায় তার দোকানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। নিহত বিপ্লব দাগনভূঞার উত্তর শ্রীধর পুর গ্রামের হোসেন সেরাং বাড়ির আবদুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে। নিহতের বাবা আবদুর রাজ্জাক জানায়, জীবিকার তাগিদে ৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় বিপ্লব।

Bootstrap Image Preview