Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


গভীর সমুদ্র ও সমুদ্র উপকূলীয় এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ কোস্টগার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবাসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওস্থ কোস্টগার্ড সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ অবদানের জন্য দশজনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, দশজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, দশজনকে বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও দশজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদকসহ মোট ৪০ জনকে পদক প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক গ্রহণ করবেন নৌ-বাহিনী প্রধান ও সাবেক কোস্টগার্ড প্রধান রিয়ার অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বর্তমানে গভীর সমুদ্র ও সমুদ্র উপকূলীয় প্রায় ৮০৫ নটিক্যাল মাইল এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং অফুরন্ত সম্পদের আঁধার সামুদ্রিক জলসীমার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ রক্ষা, দেশের সমুদ্রবন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান, ডাকাতি দমনসহ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় কোস্ট গার্ড বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে।

Bootstrap Image Preview