Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে দুই গ্রুপের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রক্টরসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল ও সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

ছাত্রলীগের নেতা- কর্মীরা জানায়, রাজিব আহমেদ রাসেল তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় আবু সুফিয়ান চঞ্চল নেতাকর্মীদের নিয়ে রাসেলকে মারধর করে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে রাজিবের অনুসারীরা হল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে শহীদ সালাম বরকত হলে হামলা চালাতে যায়। এসময় হলের সামনে থাকা চঞ্চলের নেতা-কর্মীরা ধাওয়া দিলে দু- গ্রপের মাধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসে। এসময় ইটের একটি ঢিল প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানের শরীরে এসে লাগে। পরে প্রক্টরসহ আরও চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এবিষয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন সাবেক সাধারন সম্পাদক রাজিব আহমেদ রাসেল আমাকে ডেকে নিয়ে ধমকাতে থাকেন। কথা  কাটাকাটির এক পর্যায়ে আমাকে মারতে উদ্ধত হলে আমার অনুসারীরা তাকে আক্রমন করে।

এবিষয়ে রাজিব আহমেদ বলেন চঞ্চল তার অনুসারী নিয়ে আমার এবং আমার স্ত্রীর উপর হামলা করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর জানান, বর্তমানে পরিস্থিতি  স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দু’পক্ষের সাথেই কথা বলা হবে। ক্যাম্পাসে যথেষ্ট পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রয়োজন হলে হল রেড দেওয়া হবে

Bootstrap Image Preview