Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রশ্নপত্র ফাঁসের ৯ বছর পর গ্রেফতার ১১২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৯ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


তুরস্কে পুলিশের চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দীর্ঘ ৯ বছর পর এই অভিযোগে এক হাজার ১১২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

গত মঙ্গলবার অভিযান চালিয়ে রাজধানী আঙ্কারাসহ মোট ৭৬টি প্রদেশ থেকে এই বহুল সংখ্যক সন্দেহভাজন গুলেনপন্থিদের গ্রেফতার করা হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্তরা যুক্তরাষ্ট্র নিবাসী ইসলাম প্রচারক ফেতুল্লাহ গুলেনের অনুসারী বলে দাবি করেছে দেশটির সরকার।

এর আগে দেশটির পুলিশ অফিসারদের ডেপুটি ইন্সপেক্টর পদে উন্নীত হওয়ার জন্য ২০১০ সালে একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রশাসনকে বাতিল করতে হয় পরীক্ষাটি। এই বিষয়ে তুরষ্কের আদালতে হওয়া মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, প্রশ্নফাঁসের পেছনে গুলেনের ভূমিকা ছিল। এতে করে গুলেনপন্থি পুলিশ কর্মকর্তারা পরীক্ষার আগেই প্রশ্নপত্র পেয়ে যান।

২০১৬ সালে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়। রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে না পারলেও সে সময় সংঘর্ষে মারা যায় প্রায় আড়াইশ জনগণ। সামরিক অভ্যুত্থান ও সংঘর্ষের ঘটনায় এরদোয়ান দায়ী করেন ইসলাম প্রচারক ফেতুল্লাহ গুলেনকে। তবে এরদোয়ানের সন অভিযোগ অস্বীকার করেন গুলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ওই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ২ লাখ ১৮ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তুরস্ক পুলিশ। এর মধ্যে ৭৭ হাজার গ্রেফতারকৃত এখনও কারাবন্দি রয়েছেন বিচারের অপেক্ষায়।

Bootstrap Image Preview