Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় ভূমি অফিসের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিদুয়ান হাফিজ (চকরিয়া-পেকুয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়া উপজেলা শাহারবিল ইউনিয়নের ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারিত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরফাতের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সাহারবিল ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গত কয়েকদিন ধরে দেয়াল নির্মাণ করে অবৈধভাবে দখল করে নিয়েছিল কিছু ব্যক্তি। তাদেরকে উচ্ছেদ করে আজ ইউনিয়ন ভূমি অফিসের জায়গার দখল নেওয়া হয় এবং সাইনবোর্ড স্থাপন করা হয়।

এ ছাড়া চকরিয়া উপজেলায় ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ১৯টি ইউনিয়ন/পৌর ভূমি অফিস থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৪টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের 'সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প' এর আওতায় চকরিয়া উপজেলায় প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস নির্মিত হবে।

Bootstrap Image Preview