Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে প্রার্থীদের প্রতিশ্রুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


দরজায় কড়া নাড়ছে ৫ম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই শেষ শুরু হলো মূল ভোটযুদ্ধ। প্রার্থী সমর্থক আর ভোটারদের ঘুম উধও।

চৌহালী এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও জোট ও মহাজোট কোন্দলের কারণে কখনো আ’লীগ আবার কখনো বা বিএনপি নির্বাচিত হয়। এবারও পরিষদে জোট ও মহাজোটের ভোটযুদ্ধ না থাকলেও সতন্ত্রের সমীকরণ সামনে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেষে চেয়ারম্যান পদে-৩, ভাইস চেয়ারম্যান পদে-৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন ও প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুন। ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সিরাজী, কামরুল হায়দার, মোল্লা বাবুল আক্তার, রেজাউল করিম, হুমায়ুন কবীর, মাসুদ রানা, শহিদুল ইসলাম তালুকদার, সাইফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাক্তন ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, রাফেজা সুলতানা ও রোমানা পারভীন মনোনয়নপত্র দাখিল করেন।

যমুনার ভাঙন রোধ, উপজেলা পরিষদ পুর্ণস্থাপন, ডিজিটাল ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে নতুন করে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, বসে নেই প্রাক্তন মহিলা চেয়ারম্যান মাহফুজা খাতুন।

আগামী ১০ মার্চ ভোটের আমেজ সরগরম ও বেগবান করতে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সমর্থক ভক্তবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়ন ও গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে মাঠ চোষে বেড়াচ্ছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন তার জীবনের রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন তুলে ধরেন ও প্রধানমন্ত্রীর উন্নয়নের 'ধারা গ্রাম হবে শহর' স্লোগান অব্যহত রাখতে ও শহরের সুবিধা গ্রামে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দল আমাকে নৌকার মাঝি করেছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে কৃষি শিক্ষা ও যমুনা নদীর ভাঙন কবলিত এলাকায় স্থায়ীভাবে ভাঙন রোধ করবো। দল ও জনগণ আমার সাথে আছে, আগামী ১০ মার্চের ভোটে ভোটাররা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে।

বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে অতিতের উন্নয়নমূলক কর্মকণ্ডের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি আবার নির্বাচিত হলে প্রথম কাজ হবে যমুনা নদীর ভাঙন কবলিত অবশিষ্ট এলাকায় স্থায়ীভাবে ভাঙন রোধ করে মানুষকে ভাঙন আতঙ্ক থেকে রক্ষা করা ও নতুন প্রজন্মের জন্য কোদালিয়া গ্রামে ডিজিটাল উপজেলা পরিষদ স্থাপন করা।

তিনি আরও বলেন, এ সব কিছুর পাশাপাশি অতীতে চরাঞ্চলের অবহেলিত মানুষের পাশে থেকে যেভাবে কাজ করেছি আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাহ্আল্লাহ।

 

 

Bootstrap Image Preview