Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল সারাবিশ্বে ‘ভালোবাসা দিবস’, পাকিস্তানে ‘বোন দিবস’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানে বিশ্ব ভালোবাসা দিবস পালনের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সেদেশের আদালত। এর আগে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এক রায় দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এই রায় আবারও বহাল রাখেন দেশটির সর্বোচ্চ আদালত। এই আদেশ বাস্তবায়নের জন্য ইসলামাবাদের চিফ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া কেউ যদি এই দিবস পালন করে তাহলে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের আদেশে আরও বলা হয়, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেশের কোথাও কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না। পাকিস্তানের টিভি চ্যানেলগুলোও যাতে এই আদেশের বাস্তবায়ন করে সেজন্য ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেটরি অথরিটিকেও নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে পাকিস্তানের ফয়সালাবাদের ইউনির্ভার্সিটি অব এগ্রিকালচার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের এই নিয়ম পাল্টাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জাফর ইকবাল ১৪ ফেব্রুয়ারিকে ‘সিস্টারস ডে’ ঘোষণা দিয়েছেন।

এখন থেকে ১৪ ফেব্রুয়ারি সিস্টারস ডে পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের স্কার্ফ ও আবায়াহ (বোরকার মতো এক ধরনের পোশাক) উপহার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপাচার্য জাফর ইকবাল বলেন, ভালোবাসা দিবসকে সিস্টারস ডে হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Bootstrap Image Preview