Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিয়ানমার, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের সংখ্যালঘু ‘কারেনি’ নৃ-গোষ্ঠীর সদস্যদের বিক্ষোভ মিছিলে জল কামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে দেশটির পুলিশ। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) মিয়ানমারের পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য কায়ার রাজধানী লোইকোতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য কায়াহ’র (রাজ্যটি কারেনি নামেও পরিচিত) রাজধানী লোইকোয় ইউনিয়ন ডে হলিডেতে কমপক্ষে তিন হাজার লোক জড়ো হয়েছিলেন। বিক্ষোভের অনুমতি না পাওয়ার পরও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা সমবেত হয়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কারেনি রাজ্য যুব শক্তির নেতা খুন থমাস বলেন, আমরা জেনারেলের (জেনারেল অং সান) ভাস্কর্যের বিরোধিতা করছি না বরং আগে তার প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছি। প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ অব্যাহত রাখবো।

একটি ঘোড়ার ওপর বসা সোনায় মোড়ানো জেনারেলের ভাস্কর্যটি চলতি মাসেই উদ্বোধন করার কথা রয়েছে। এতে আবারও প্রতিবাদ শুরু করেছে স্থানীয়রা।

এর আগে গত বছরের মাঝামাঝি রাজ্য কর্মকর্তারা এই ভাস্কর্য স্থাপনের ঘোষণা দেয়ার পর থেকেই প্রতিবাদে নামে স্থানীয়রা।

জেনারেল অং সান হচ্ছেন মিয়ানমারের নেতা অং সান সু চির বাবা। ১৯৪৭ সালের ১২ ফেব্রুয়ারি বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সঙ্গে একটি চুক্তি করেছিলেন তিনি। ওই চুক্তির উদযাপনে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে ছুটি পালন করা হয়নি। মিয়ানমারের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর অভিযোগ চুক্তি সইয়ের বছরেই জেনারেল অং সানকে হত্যা করায় ওই চুক্তির বাস্তবায়ন হয়নি।

Bootstrap Image Preview