Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসন্তী উৎসব

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০০ PM

bdmorning Image Preview


বিপুল উৎসাহ আর উদ্দীপনায় বসন্ত বরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বাসন্তী শোভাযাত্রা, আলোচনা সভা, কৌতুক, নাচ, গানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বরণ করে নিয়েছেন ঋতুরাজ বসন্তকে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে এ উৎসব পালন করা হয়। এ ছাড়া ব্যাবসায় অনুষদের পিছনে মার্কেটিং বিভাগের পক্ষ থেকেও বাসন্তী উৎসব পালিত হয়।

জানা যায়, বসন্ত বরণে সকাল সাড়ে ১১টায় রবীন্দ্র-নজরুল কলাভবনের সামনে থেকে বাসন্তী শোভাযাত্রা শুরু হয়ে বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য হলুদ শাড়ি এবং পাঞ্জাবী পরে শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য বাসন্তী শোভাযাত্রায় অংশ নেয়।

বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. হারুন উর রাশিদ আসকারী।

বিভাগের শিক্ষক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে প্রো-ভিসি প্রফসের ড. শাহিনুর রহমান, বাংলা বিভাগের প্রফসের ড. সরওয়ার মুর্শেদ এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রফসের ড. রবিউল ইসলাম অনু।

সভায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘কংক্রিটের শহরে জীবন জাপন করা গেলেও বার মাসের এবং ছয় ঋতুর স্বাদ, গন্ধ এবং বাতাস পাওয়া সম্ভব না। বাঙ্গালীর জন্য ঋতুর পৃথক গন্ধ শরীরে মাখানো আবশ্যক। বৈশি্বক উষ্ণতায় আজ ঋতুর পার্থক্য এবং রূপ হারিয়ে যাচ্ছে। সবার উচিৎ বাঙ্গালীর ঐতিহ্য এবং ইতিহাস ধরে রাখতে পরিবেশের ভারসম্য বজায় রাখতে কাজ করা।’

আলোচনা সভা শেষে বসন্তকে বরণ করা হয় সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে। দুপুর ১টার দিকে বিভাগের শিক্ষার্থী অনি আতিকুর রহমান এবং ইতির সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আবৃত্তি, গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।

Bootstrap Image Preview