Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিমাসে ১০০ মার্কিন সেনার আত্মহত্যা, নেপথ্যে কারণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


২০১৮ সালের শেষ তিনমাসে প্রায় তিনশ’ মার্কিন সেনা আত্মহত্যা করেছে। তার মানে প্রতিমাসে একশ জন মার্কিন সেনার আত্মহত্যা। সম্প্রতি একটি সূত্রের বরাতে মার্কিন সেনা বিষয়ক সংবাদমাধ্যম মিলিটারি ডটকম এ তথ্য জানিয়েছে। 

মিলিটারি ডট কম বলছে, গত বছরের শেষ তিন মাসে ২৮৬ জন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে মেরিন ৫৭ জন, নাবিক ৬৮ জন, বিমান বাহিনীর ৫৮ জন এবং মার্কিন সেনাবাহিনীর সদস্য ১০৩ জন। 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে। কিন্ত আত্মহত্যার এই প্রবণতা ঠেকানো যাচ্ছে না। 

বিশ্লেষকদের মনে প্রশ্ন জেগেছে, বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী মার্কিন সেনারা কি বিবেকের দংশনে জর্জরিত? তারা মানুষ হত্যার মর্মপীড়ায় শেষ আশ্রয় খুঁজছেন মৃত্যুর কাছে?

Bootstrap Image Preview