Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে বাংলা বিভাগের বসন্তবরণ অনুষ্ঠিত

আসিফ আল-মামুন, জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহা সমারোহে আজ বসন্তবরণ করেছে বাংলা বিভাগ।

কর্মসূচির শুরুতে সকাল ১১টায় বিভাগের ছাত্র-শিক্ষকগণ এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বসন্তবরণ অনুষ্ঠান শুরু করেন।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক র‌্যালির নেতৃত্ব দেন এবং অনুষ্ঠান উদ্বোধন করেন।

এরপর বিভাগীয় ছাত্র শিক্ষকগণ সাংস্কৃতিক পর্বে বসন্তের গান ও কবিতা পরিবেশন করেন।

সাংস্কৃতিক পর্ব উদ্বোধন করেন, বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক এবং বক্তব্য রাখেন, অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।

এদিকে বসন্তবরণ করার জন্য এক্সপ্লোরার্স এসোসিয়েশন দিনব্যাপী মেহেদী ও ঘুড়ি উৎসবের আয়োজন করে। পরে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক মেহেদী ও ঘুড়ি উদ্বোধন করেন।  
 

Bootstrap Image Preview