Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক গ্রহণের জায়গা খুঁজতে গিয়ে বিশালদেহী বাঘের সন্ধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গত সোমবারের ঘটনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে কয়েকজন নাগরিক ফাঁকা জায়গা খুঁজছিলেন মাদক গ্রহণ করবেন বলে। একপর্যায়ে তারা পৌঁছে যান একটি ফাঁকা বাড়ির সামনে। সেখানে দেখা মেলে এক বিশালদেহী বাঘের সঙ্গে।

এবিসি নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানায়, হিউস্টন পুলিশ বিভাগের মেজর অফেনডার, লাইভস্টক অ্যানিম্যাল ক্রুয়েলটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাঘটি উদ্ধার করে। মাংসের বিভিন্ন প্যাকেটসহ এক হাজার পাউন্ড (প্রায় ৪৫৩ কেজি) ওজনের স্ত্রী বাঘটি একটি খাঁচার ভেতর পাওয়া যায়।

হিউস্টন পুলিশের এক কর্মকর্তা বলেন, বাঘটির সন্ধান লাভকারী ওই নাগরিক মারিজুয়ানা গ্রহণের জন্য ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করছিলেন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি যে তারা নেশাগ্রস্ত ছিলেন কি-না কিংবা তারা আসলে বাঘটি দেখেছিলেন কি-না। তারাই আসলে এই ভবনে বাঘটি দেখেছিলেন। সম্ভবত কিছু সময়ের জন্য বাড়িটি পরিত্যক্ত রয়েছে।' 

বাঘটি শহরটিতে অবস্থিত পশুর আশ্রয়স্থলে পাঠানো হয়েছে।

এদিকে, বাঘটি উদ্ধারের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছে। 

Bootstrap Image Preview