Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশের মিলিত হয় পরে সকাল সাড়ে ১০টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো আখতারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় নব নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদারসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ। 

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৩ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান ও অর্থনীতি বিভাগ নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। সঙ্গে ছিলেন ১৩ শিক্ষক এবং ২০৫ জন শিক্ষার্থী।

Bootstrap Image Preview