Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমে পড়লে যে পরিবর্তন আসে মেয়েদের আচরণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


মানুষের প্রতি মানুষের সহমর্মিতাই হলো প্রেম। প্রেম হলো সন্তানের প্রতি পিতামার ও পিতামার প্রতি সন্তানের। কিন্ত,এখনকার হালচাল মতে, প্রেম হলো একটি মেয়ের প্রতি একটি ছেলের আলাদা একটি আকর্ষণ যাকে অনেকেই ভালোবাসা হিসেবে আখ্যায়িত করে। তাদের মতে প্রেম হলো দেহ ও মনের মধুর বন্ধন। প্রেমে পড়লে চেলে মেয়ে উভ্যের আচ্রনে কিছু পরিবর্তন আসে। তবে নারীদের ক্ষেত্রে পরীবর্তন টা বেশি লক্ষনীয়

 দেখে নেয়া যাক মেয়েরা প্রেমে পড়লে কি কি করে-

১. গোয়েন্দা হয়ে ওঠা:

সঙ্গীর সোশাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের পোস্ট ও মেসেজগুলো বার বার পড়া হয়ে যায়। বিশেষ করে মেয়েরা যেন গোয়েন্দা হয়ে ওঠেন। তারা আপত্তিকর অনেক কিছু বের করে আনার চেষ্টা করেন। অবশ্য এ স্বভাব যে ছেলেদের মাঝে একেবারেই নেই তা নয়।

২. বন্ধুদের ত্যাগ করা:

মেয়েদের জন্য বিষয়টা নিষ্ঠুরতার মতো শোনায়। কিন্তু এটাই ঘটে থাকে। প্রেমের সম্পর্কে জড়ালে যে বন্ধুদের ত্যাগ করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু মেয়েরা কাজটি সহজে করে ফেলতে পারেন।

৩. রোমান্টিক গান :

সব সময় রোমান্টিক ভিডিও দেখতে মন চায়। রোমান্টিক গানেও উদ্বেলিত হয়ে ওঠে মন। যদি মনের মানুষটি অনেক দূরে থাকেন, তো বিষয়টি অনেক বেশি বেশি ঘটে। জনপ্রিয় রোমান্টিক গানগুলো সব সময় মাথায় ঘুর ঘুর করে।

৪. সাবেককে অপমান করা :

প্রেমিকের সাবেক প্রেমিকা থাকতে পারেন। এটা জানা হলে তো কথাই নেই। বর্তমান প্রেমিকা তাকে দুই চোখে দেখতে পারেন না। সুযোগ পেলে সাবেককে হেনস্থা করা তিনি মিস করতে চান না।

৫. আচ্ছন্ন থাকা :

সে খুবই কিউট, কি সুন্দর! তার কথা-বার্তা, চাল-চলন সবই ভালো লাগতে শুরু করে। প্রেমিকের সবকিছুতে আচ্ছন্ন থাকা এ সময় সাধারণ বিষয়। প্রায়ই তার চিন্তায় হারিয়ে যাওয়া খুবই স্বাভাবিক  স্বাভাবিক।

 

Bootstrap Image Preview