Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে জায়গা দখলকে কেন্দ্র করে মারপিট, আহত ৪

এফ এম আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে বিবাদমান জায়গা দখলকে কেন্দ্র করে মারপিটে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতদের নওগাঁ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভাটকৈ বাজার এলাকায়।

আহতরা হলেন, ভাটকৈ গ্রামের মছির উদ্দীনের ছেলে আলম হোসেন (৫০), তার ছেলে রবিন আলম (২৬), জালাল উদ্দীনের ছেলে আলগীর হোসেন (৪৫) ও  মহির উদ্দীনের ছেলে শফির উদ্দীন (৪২)। আহতদের মধ্যে আলম হোসেনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটকৈ বাজারের দক্ষিণে একটি পুকুর পাড়ে ওই গ্রামের শাহাজান আলী বাঁশের খুটি পুতে ঘর নির্মাণ শুরু করেন। এসময় আলম হোসেন ও তার ছেলে রবিন সেখানে গিয়ে তাদেরকে ঘর নির্মাণে নিষেধ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে আলম হোসেন, তার ছেলে রবিন, শফির উদ্দীন এবং আলমগীর আহত হয়। স্থাণীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে আলম ও তার ছেলে রবিন’র অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এব্যাপারে আহত আলমের ভাগ্নে প্রকৌশলী মাসুদ রানা মামুন জানান, ওই জায়গাটি খাস ক্ষতিয়ান ভুক্ত। আমার মামা আলম হোসেন দীর্ঘদিন ধরে দখল করা অবস্থায় সেখানে পুকুর খনন করে মাছ চাষ করে আসছিল। হঠাৎ করে মঙ্গলবার সকালে শাজাহান ও আলমগীরের নেতৃত্বে বেশ কিছু লোকজন পুকুর পাড় দখল করে ঘর নির্মাণ শুরু করে। এতে বাধা দেয়ায় মারপিটের ঘটনা ঘটে। 

এব্যাপারে ওই জায়গার দাবিদার ইমতিয়াজ বেদারুল হিরা জানান, জায়গাটি খাস নয় আমার নিজস্ব সম্পত্তি। শাজাহানের জায়গা না থাকায় তাকে আমার নিজস্ব জায়গায় ঘর নির্মাণের জন্য বলেছিলাম। সেখানে ঘর নির্মাণ শুরু করলে আলম ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়।  

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুর রহমান জানান, এঘটনায় এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

Bootstrap Image Preview