Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন।

দিনব্যাপী নির্বাচন শেষে মঙ্গলবার রাত ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. আসিফ ইকবাল।

এবারের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ১১টি পদের বিপরীতে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়লাভ করেছে। এতে সভাপতি হিসেবে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

এছাড়া সহ-সভাপতি পদে ১৭৫ ভোট পেয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. দীপেন দেবনাথ, কোষাধ্যক্ষ পদে ১৭৫ ভোট পেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহিবুল আলম, যুগ্ম-সম্পাদক পদে ১৮৫ ভোট পেয়ে ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া ছয়টি সদস্য পদের বিপরীতে ৪টি পদে একই প্যানেল থেকে ১৬৭ ভোট পেয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি, ১৫৩ ভোট পেয়ে এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, ১৬৫ ভোট পেয়ে জিইবি বিভাগের ড. মো. আশরাফুজ্জামান, ১৫৫ ভোট পেয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে ২টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম ১৯৯ ভোট পেয়ে এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে এবারের শিক্ষক সমিতি নির্বাচনে ১১টি পদের মধ্যে একটিও পায়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ’।

এদিকে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. আসিফ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে তিনটি প্যানেলে মোট ৩৩ জন প্রার্থী ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে কেউ অংশগ্রহণ করেননি।

এ বছর মোট ভোটার ৫৫০ জন শিক্ষকের মধ্যে ৪০২ জন ভোট প্রদান করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান, আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খাঁন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওসার।

Bootstrap Image Preview