Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষা ও সংস্কৃতিতে কাজ করে এগিয়ে যাক এমডব্লিউইআর: সংস্কৃতি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview
ছবি: আসাদুল্লা লায়ন


শিক্ষা ও গবেষণাধর্মী সংগঠন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস (এমডব্লিউইআর) এর সাফল্য কামনা করে সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল-এনডিসি বলেছেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে কাজ করে এগিয়ে যাক সংগঠনটি।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় সচিবালয়ের তার কার্যালয়ে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

এ সময় এমডব্লিউইআর’র বিশদ কার্যক্রম নিয়ে জানার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামালকে এমডব্লিউইআর শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি, যুব ও ক্রীড়া, কর্মসংস্থান, পররাষ্ট্র, সমাজকল্যাণ, মহিলা ও শিশু উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমের মধ্যে সংস্কৃতি বিষয়ক কার্যক্রম বিষয়ে অবহিত করেন সংগঠনটির আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ।

সংস্কৃতি বিষয়ে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পরিপ্রেক্ষিতে সংস্কৃতি সচিব বলেন, আমি অল্প কিছুদিন হলো মন্ত্রণালয়ে যোগ দিয়েছি। এমডব্লিউইআর সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কি কাজ করছে তা আমি দেখতে চাচ্ছি। এতে করে আগামীতে এক সাথে কাজ করার ক্ষেত্রে তা উপকারে আসবে।

ভাষাসৈনিকদের নিয়ে ‘একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষে ‘সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে হবে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলে তিনি বলেন, আগামীতে এমডব্লিউইআরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ইচ্ছা রইল। সময়-সুযোগমত আসবো। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে কাজ করে আপনারা এগিয়ে যান।

এ সময় মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুল্লা লায়ন, আবদুল ওয়াদুদ প্রমুখ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. আবু হেনা মোস্তফা কামাল-এনডিসিকে নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় আরিফ বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা আপনার সফলতা কামনা করছি।

সংস্কৃতি সচিব বলেন, এমডব্লিউইআরকে ধন্যবাদ। আমিও আপনাদের সাফল্য কামনা করছি।

Bootstrap Image Preview