Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৩, হাসপাতালে ১৪

জে. ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুরে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় চোরাই গরু উদ্ধারের সময় বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষে পথচারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল অনুমান সাড়ে ১১টায় বহরমপুর গ্রামের চৌরাস্তা টাওয়ার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- ৩নং বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের নজরুল ইসলাম ছেলে নবাব (৩০), জহির উদ্দিনের ছেলে সাদেক (৪০), সিংহাড়ী বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী জয়নাল। নবাব ও সাদেক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আহতরা হলো- বহরমপুর গ্রামের জয়নুল (১৩), বাবু (২৮), মিঠুন (১৮), ইসাহাক (৩৫), রাসেল (১৬), সাদেকুল, মুনতারা (৪৫), নওসাদ (২৫), আঃ হান্নান (৬০), নুর নেহার (৬০), তৈমুর (২৫), সিংহাড়ী গ্রামের আফসারুল (২৮) ও সাদেকুল (৩২)।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ ১৪ জনের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায়, বহরমপুর গ্রামের হাবিবুর রহমান তার ২টি গরু যাদুরাণী হাটে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার পথে ৫০ বিজিবি ব্যাটালিয়ন বেতনা বিওপি বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গরু ২টি আটক করে ক্যাম্পে নিয়ে আসার পথে বহরমপুর গ্রামে এলে গ্রামবাসীর প্রতিবাদের রোষানলের মুখে পড়ে।

এ সময় গ্রামের লোকজন তদের কাছ থেকে গরু কেড়ে নিতে চাইলে গ্রামবাসীর সাথে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ এড়াতে বিজিবি প্রথমে ফাঁকা গুলি ছোড়ে এতে জনতা উত্তেজিত হয়ে তাদের উপর আক্রমণ করে। বিজিবি পাল্টা এলোপাথারী গুলি করলে ঘটনার স্থলেই ২ জন নিহত হয় ও ২ জন গুলিবৃদ্ধ অবস্থায় হাসপাতাল নিয়ে আসার পথে মারা যায় এবং ১৪ জন আহত হন।

হাবিবুরের ছেলে ইয়াকুব আলী বলেন, গত ১৭ দন পূর্বে নেকমরদ বাজার থেকে ৮৩ হাজার ৫শ' টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসি। কিন্তু এ কথা তাদের বলি এবং কাগজ দেখালেও তারা বিষয়টি আমলে নেয়নি।

বিজিবি’র ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবি সদস্যগণ কয়েকটি অবৈধ গরু আটক করে নিয়ে আসার সময় বহরমপুর এলাকায় চোরাকারবারীরা ধারালো অস্ত্রসস্ত্রসহ সংঘবদ্ধভাবে বিজিবি’র উপর হামলা চালায়। বাধ্য হয়ে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে।

কত রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে বিজিবি’র ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গুলির হিসাব এখনো শেষ হয়নি। 

হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ও হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমজে আরিফ বেগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Bootstrap Image Preview