Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে স্কুলগুলোতে সেশন ফি না নেয়ার নির্দেশ

সুনামফঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আসলাম উদ্দিন বলেছেন, সিলেটে আধুনিক শিক্ষা প্রসারে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আরো বেশি আন্তরিক হতে হবে। শিক্ষাব্যয় কমানোর জন্য সেশন ফি বা পুনঃর্ভতি ফি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এর মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাবে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অভিভাবকদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবক এবং স্কুলের কর্তৃপক্ষের সাথে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সকল শিক্ষা প্রতিষ্ঠানকে হাইকোর্টের নিদের্শনার আলোকে ৩১ মার্চের মধ্যে অভিভাবকদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠনের আহ্বান জানান। ম্যানেজিং কমিটি কর্তৃক নির্ধারিত শুধুমাত্র প্রয়োজনীয় খাতগুলোতে ফি আদায় করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

সভায় সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলের কর্তৃপক্ষকে বিভিন্ন বেনামীয় ফি গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান। সিলেটের আধুনিক শিক্ষাকে এগিয়ে নিতে তিনি স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন।

সভায় বক্তব্যে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মুকিত অপি বলেন, হাইকোর্টের রায়ের পর স্কুলগুলো পুনঃভর্তি শব্দটা বাদ দিয়েছে কেবল আগের মতোই ফি নিচ্ছে। অভিভাবকদের নোটিশ দিয়ে বাধ্য করছে ফি দিতে। তিনি বিভিন্ন স্কুলের এককালীন মোটা অংকের ফি গ্রহণের রশিদ দেখান।

সভায় আরো বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কয়েস উদ্দিন আহমদ, সহ-সভাপতি মঞ্জুর আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, তাহেদুর রহমান, জাবেদুর রহমান, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক নাদিম আহমদ, এডভোকেট জয়শ্রী দাস জয়া, মুজাহিদ খান গুলশান, মো. রয়ফুল হক, রুয়েব আহমদ, সৈয়দ গুলজার আহমদ, নোমান আহমদ।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পক্ষে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী, মুহিবুর রহমান একাডেমীর কো-অর্ডিনেটর আশরাফুল ওয়াদুদ, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. হোসাইন আহমদ, আনন্দ নিকেতন স্কুল এন্ড কলেজের চীফ একাউন্ট্যান্ট আশীষ পুরকায়স্থ। সভায় সিলেটের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ই মে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেশন ফি বা পুনঃর্ভতি ফি গ্রহণ বেআইনি বলে রায় দেয় হাইকোর্ট। এরপর থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেশন শুরু হওয়ার আগেই হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের স্বার্থে সেশন ফি নামীয় কোনো ফি না নিতে ও হাইকোর্টের রায় বাস্তবায়নে স্কুলগুলোতে চাপ দিয়ে আসছিল অভিভাবক অ্যাসোসিয়েশন।

গত বছরের মে মাস থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত জেলা শিক্ষা অফিস ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কয়েকদফা নির্দেশনা ও জারি করেছেন। কিন্তু এ পর্যন্ত কয়েক দফা সভা করলেও সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হাইকোর্টের নির্দেশ অমান্য করেই চলেছেন বলে অভিযোগ করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview