Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ ফেব্রুয়ারি জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করার জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মিউনিখে ১৫-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে’ অংশ নেবেন। 

সফরকালে তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, মিউনিখ সফরের সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ, নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ, ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মোঘেরিনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের প্রস্তুতিও চলছে।

সূত্র থেকে আরো জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন। আবুধাবিতে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক প্রতিরক্ষা প্রদশর্নীতে অংশগ্রহণের কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। সমফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের বৈঠকেরও কথা রয়েছে।

Bootstrap Image Preview