Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুপ্রীম কোর্ট বার নির্বাচন: প্রার্থী ঘোষণা করল আ’লীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০২০ সেশনের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। তাদের প্রার্থীরা ভোটে অংশ নেবেন সাদা প্যানেলের হয়ে।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কোর্টের হল রুমে আয়োজিত এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সাদা প্যানেলের নেতৃত্বে থাকবেন সিনিয়র আইনজীবী এম. আমীন উদ্দিন ও আবদুন নুর দুলাল। আমীন উদ্দিন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক। অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক।

সম্পাদকীয় পদে সাত জন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সাত জনসহ মোট ১৪ জনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।

সভাপতি ও সম্পাদক বাদে অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন—বিভাস চন্দ্র (সহ-সভাপতি), জসিম উদ্দিন (সহ-সভাপতি), সৈয়দ আলম টিপু (ট্রেজারার), বাসির উদ্দিন ভূঁইয়া (সহ-সম্পাদক) এবং কাজি শামসুল হাসান শুভ (সহ-সম্পাদক)।

এ ছাড়া সদস্য পদে মনোনীত সাত জন হলেন—মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন, হুমায়ূন কবির।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেলের সঙ্গে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ‘নীল’ প্যানেলের মধ্যে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে সরকার সমর্থিতরা অর্থাৎ সাদা প্যানেল ঘোষণা করা হলেও বিএনপির আইনজীবী ফোরাম তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি।

গত (২০১৮-১৯) সেশনের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছিলেন। সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছেন তারা। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা হিসেবে পরিচিত) সমর্থিত প্রার্থীরা চারটি পদে জয় পেয়েছেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৯-২০২০ সেশনের নির্বাচন আগামী ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে বলে আইনজীবী সূত্রে জানা গেছে।

Bootstrap Image Preview