Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরব শহরের যানজট নিরসনে অটো স্ট্যান্ড স্থাপন করলেন পৌর মেয়র 

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের যানজট নিরসনে অটো স্ট্যান্ড স্থাপন করলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ।

আজ সোমবার বেলা ১১ টায় দিকে শহরের বঙ্গবন্ধু সরণীতে ভৈরব বাজার অটো স্ট্যান্ড উদ্ধোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর প্যানেল মেয়র মো.আল আমিন এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্য হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা সচিব মো.দুলাল উদ্দিন, পৌর প্রকৌশলী বাদশা আলমগীর, প্রকৌশলী  জিএম আরিফ সারোয়ার বাতেন, পৌর কাউন্সিলর  দ্বীন ইসলাম, আরেফিন জালাল রাজিব, আউলাদ হোসেন সওদাগর, নজরুল ইসলাম, সোহাগ হোসেন প্রমূখ।

উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম তার বক্তব্যে বলেন, পৌর শহরের প্রতিটি বাসায় যেন ফায়ার সার্ভিসে গাড়ি পৌছাতে পারে সেজন্য শহরের সকল সড়কগুলোকে প্রশস্তকরণ করা হচ্ছে। এছাড়াও শহরের যানজট নিয়ন্ত্রণে লক্ষ্যে অটো স্ট্যান্ড করা হয়েছে। যার ফলে শহরে যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। 

Bootstrap Image Preview