Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী-ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা  

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে স্ত্রী ও সৎ ছেলের লাঠির আঘাতে নিহত হওয়া আরব আলীকে হত্যার দায়ে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  

রবিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নন্দীগ্রাম থানায় নিহতের পিতা মোবারক আলী বাদী হয়ে আরব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩২), সৎ ছেলে মহিদুল ইসলাম মধু (১৫), শ্বাশুড়ি জরিনা বেওয়া (৫৫) ও বিজরুল হাটপাড়া গ্রামের মৃত মনির হোসেরে ছেলে আমিরুল ইসলামকে আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা য়ায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাটপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে আরব আলী (৩৫) একই গ্রামের জয়নাল আবেদীনের তালাকপ্রাপ্ত স্ত্রী মর্জিনা খাতুনকে (৩২) বিবাহ করে সংসার শুরু করে। বিবাহের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। এর এক পর্যায়ে মর্জিনা খাতুন আরব আলীকে তালাক দেয়। তবে আরব আলী তালাকনামা হাতে না পাওয়ায় মর্জিনা খাতুনকে স্ত্রী হিসেবে দাবি করেন।

এনিয়ে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। তখন মর্জিনা খাতুন ও তার ছেলে মহিদুল ইসলাম মধু লাঠি দিয়ে আরব আলীকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

এবিষয়ে আজ সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।  

Bootstrap Image Preview