Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্বাসরোধে হত্যা করা হয় ইডেনের সাবেক অধ্যক্ষকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভানিরের ময়নাতদন্ত সম্পূর্ন হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে  বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোহেল মাহমুদ জানিয়েছেন, ময়নাতদন্ত সম্পন্নে আমরা মৃত নারীর ঠোঁটে, মুখে আঙ্গুলে ধস্তাধস্তির চিহ্ন পেয়েছি। একটা আঙ্গুল ভাঙা ছিলো। তাকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড একজনের পক্ষে সম্ভব হয়নি।  নিহতের শরীরের পাওয়া আলামত দেখে ধারণা করছি একাধিক ব্যক্তি এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।

এর আগে মাহফুজার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দে।

তিনি সুরতহালে উল্লেখ করেন, মুখে রক্ত দেখা যায়, হাতের কয়েকটি আঙ্গুলের কালো দাগ আছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে স্বামী ও সন্তানরা বাসায় না থাকায়, বাসার কাজের মেয়ে ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

মৃতের স্বামী ইসমত কাদির গামা জানান, হাসপাতাল থেকে মরদেহ প্রথমে ইডেন মহিলা কলেজে নিয়ে যাওয়া হবে। পরে বাদ আছর এলিফ্যান্ট রোডের বায়তুল নুর জামে মসজিদে জানাজা সম্পন্ন করা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে আজ রবিবার সকাল ১১টার দিকে এই ঘটনায় মাহফুজা চৌধুরী পারভানিরের বাসার তিন গৃহকর্মীকে প্রধান আসামি করে নিউ মার্কেট থানায় মামলা করা হয়েছে।

মামলার বিষয়ে নিউমার্কেট থানা উপ-পুলিশ পরিদর্শক স্বপন কান্তি দের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত প্রকাশ করা যাবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেট এলাকার সুকন্যা টাওয়ারের ১৬ সি ফ্ল্যাট থেকে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে (৬৬)লাশ উদ্ধার করা হয়। মাহফুজা চৌধুরী পারভীন মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক ইসমত কাদির গামার স্ত্রী।

ধারণা করা হচ্ছে, পলাতক গৃহপরিচারিকারা স্বর্ণালঙ্কার চুুরির জন্যই এ ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, মাহফুজার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Bootstrap Image Preview