Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মান্দায় আ’লীগের মনোনয়ন পেলেন সরদার জসিম

সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২০ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২০ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁর মান্দায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন।

রবিবার (১০ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলায় সরদার জসিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃনমূলের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিনকে মনোনীত করা হয়েছিল। এ মতামতের ভিত্তিতে একক প্রার্থী হিসেবে কেন্দ্র তাকে দলীয় মনোনয়ন প্রদান করেছে।

তবে প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্তে এ দলের কোনো প্রার্থীর নাম এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া নির্বাচনে জামায়াতের অংশ নেয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়। এ নির্বাচনকে ঘিরে অন্য দলগুলোর প্রার্থীদের নাম প্রকাশ না হওয়ায় এখনও জমে উঠেনি ভোটের মাঠ। 

উল্লেখ্য, এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলায় নির্বাচন হবে। এরমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও রাজশাহী বিভাগে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি ও প্রত্যহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

Bootstrap Image Preview