Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় বৃদ্ধ আহত

রিদুয়ান হাফিজ, (চকরিয়া-পেকুয়া) কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুবৃর্ত্তের হামলায় রেজাউল করিম (৫৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী সবজীবনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেজাউল শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া হোসাইনাবাদ এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র।

জানা যায়, ওই বৃদ্ধ রেজাউল করিমের সাথে ফাঁসিয়াখালী সবজীবনপাড়া এলাকার মৃত ইসমাইল সওদাগরের পুত্র ইদ্রিসের সাথে জমির বিরোধ চলে আসছিল। কাগজপত্র যাচাই বাছাই ও পর্যালোচনা করে ওই বিরোধীয় জমি থেকে রেজাউল করিম ৪৮ শতক জমি প্রাপ্ত হন। এতে ঈর্ষান্বিত হয়ে ওই সময়ে মৃত ইসমাইল সওদাগরের ছেলে মো: ইদ্রিস ও কয়েকজন দুবৃর্ত্ত মিলে পথিমধ্যে রেজাউল করিমের গতিরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় দুবৃর্ত্তরা রেজাউল করিম থেকে জমির দলিল, খতিয়ান, নগদ টাকা ছিনিয়ে নেয়।

আহত রেজাউল করিম জানায়, আমি বিচারে ইদ্রিস গং থেকে ৪৮ শতক জমি পাচ্ছি। উক্ত জমি না দেওয়ার জন্য তারা আমার উপর হামলা করে আমার নাক ফেটে দেয় এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত করে। স্থানীয়রা আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে।

Bootstrap Image Preview