Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদির কারণে বাড়ছে হজের খরচ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সৌদির সার্ভিস চার্জ বৃদ্ধি, অতিরিক্ত করারোপ এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে চলতি বছর বাংলাদেশি হজ যাত্রীদের খরচ ২৫ হাজার টাকার মত বৃদ্ধি পাবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সার্ভিস চার্জ বৃদ্ধি, অতিরিক্ত করারোপ এবং পরিবহন ব্যয় গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি বৃদ্ধি করায় সৌদি রিয়াল ৭১৪ দশমিক ৫০ সমপরিমাণ (১৫ হাজার ৩২৬ টাকা ৫০ পয়সা) বৃদ্ধি পাবে। এছাড়া গত বছরের অতিরিক্ত সার্ভিস চার্জের ওপর শতকরা ১২ শতাংশ করারোপ করায় ১৫৭ দশমিক ৫০রিয়াল সমপরিমাণ (তিন হাজার ৭০৯ টাকা) বৃদ্ধি পাবে। এ বছর ট্রেন ভাড়া শতভাগ বৃদ্ধি পাওয়ায় ২৬২ দশমিক ৫০ রিয়াল সমপরিমাণ (পাঁচ হাজার ৯৪৫ টাকা) বৃদ্ধি পাবে।

এছাড়াও রাজকীয় সৌদি সরকার কর্তৃক কর আরোপ করায় ২৫ টাকা ২৫ পয়সা বৃদ্ধি পাবে। সব মিলিয়ে ২৫ হাজার টাকার বেশি খরচ বাড়বে।

সূত্র আরও জানায়, সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে চলতি বছরের হজ নীতি ও হজ প্যাকেজ ঘোষণা হতে পারে। গত বছরের তুলনায় চলতি বছর হজ প্যাকেজের খরচ বৃদ্ধি পাবে।

Bootstrap Image Preview