Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাবারে তেলাপোকা, ভেজাল খাবার বিক্রি : স্বপ্ন-আগোরাকে জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে আগোরা সুপার সপকে ৫০ হাজার টাকাসহ নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি নানা অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদফতর।

রবিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করেছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- স্বপ্নের অ্যাঞ্জেল শেফ, প্রাইম ফার্মেসি, ব্যাম্বো সুট, ফিক্স ইট এবং সোনারগাঁও স্টোর।

অভিযান সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও ফাহমিনা আক্তার। এ সময় সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।

সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, আজকে (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বপ্নের ভেতরে খাবার দোকান অ্যাঞ্জেল শেফে খাবারে তেলাপোকা পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বেশি দামে ওষধ বিক্রি করায় প্রাইম ফার্মেসি ২০ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ব্যাম্বো সুটকে ৮০ হাজার টাকা এবং আগোরা বিক্রি করা আইসক্রিমে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৫০ হাজার টাকা, আমদানি করা পণ্যে আমদানিকারকের তথ্য না থাকায় ফিক্স ইটকে ২৫ হাজার টাকা এবং সোনারগাঁও স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview