Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ১১ বছরের শিশুকন্যার আত্মহত্যা 

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে বসতঘরের আড়ার সাথে গলায় ওরনা পেছিয়ে তাসলিমা বেগম (১১) নামের এক শিশুকন্যা আত্মহত্যা করেছে। 

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে থানা পুলিশ ওই শিশু কন্যার লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত তাসলিমা উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের কয়লা শ্রমিক ইসমাইল হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়ছড়ার ইসমাইল হোসেনের শিশুকন্যা রবিবার বসতঘরের তীরের সাথে গলায় ওরনা পেছিয়ে আত্মহত্যা করে।বড়বোনের এ অবস্থা দেখতে পেয়ে ৭ বছরের সহোদর ছোট বোন পার্শ্ববর্তী ট্যাকেরঘাট কোয়ারীতে কয়লা উত্তোলন  কাজে থাকা বাবা-মাকে খবর দিয়ে বাড়ি নিয়ে আসে।

এরপর ইসমাইল দম্প্রতি পাড়া প্রতিবেশীর সহযোগীতায় থানা পুলিশে খবর দিলে পুলিশ বিকেলে এসে লাশ বসতঘর থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

তাসলিমার বাবা ইসমাইল হোসেন জানান, সকালে আমি ও আমার স্ত্রী বাড়ির পাশের কোয়ারীতে কয়লা তুলতে চলে যাই। এরপর বাড়ি থেকে রান্না করা সকালের নাস্তা নিয়ে তাসলিমা আমাদের কাছে দিয়ে চলে যায়।

তিনি আরো বলেন, মেয়ে আমার কী কারণে আত্মহত্যা করলো তা আমি বা আমার পরিবারের লোকজন বলতে পারছি না।

তাহিরপুর থানার এসআই পার্ডন সিংহ বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার কোন সুনিদিষ্ট কারণ এখনো উদঘাটন করা যায় নি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 

Bootstrap Image Preview