Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘সারা বিশ্বে ফরিদপুরকে উপস্থাপন করা হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview


ফরিদপুর জেলার লোগোর প্রচারাভিযানে অংশ নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া।

রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ব্রান্ডিং লোগোর সম্বলিত স্টিকার নিয়ে তিনি সরকারি বিভিন্ন দফতরের গাড়িতে লাগিয়ে দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, পাট ও পাটপণ্য দিয়ে ফরিদপুরকে উপস্থাপন করা হবে সারা বিশ্বে। এরই অংশ হিসেবে আমরা জেলা ব্রান্ডিং লোগো সম্বলিত স্টিকার সরকারি গাড়িগুলোতে লাগিয়েছি। এভাবে ফরিদপুরে বিশেষয়িত পণ্য পাটকে আমরা পরিচিত করে তুলছি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র শেখ মাততাব আলী মেথু, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আসলাম মোল্লা, এডিসি শিক্ষা মোবাশ্বের হাসান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, আলফাডাঙ্গার নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন বাবু প্রমুখ।

Bootstrap Image Preview