Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে আগুনে ৮১টি কাঁচা ঘর পুড়ে ছাই 

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরীর দু'টি কলোনিতে আগুনে পুড়ে গেছে ৮১ টি কাচাঁ ঘর।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন রেলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দু'টি কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮১টি কাঁচা বসতঘর। এতে ভুক্তভোগিদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে। এসময় উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন বলেন, শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাচা বসতঘর পুড়ে যায়।

 

Bootstrap Image Preview