Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্ম যার যার উৎসব সবার: প্রধান বিচারপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। সবার মঙ্গল কামনা করছি।

আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আজ সবাই বাণী অর্চনার এ আনন্দে মেতে উঠুক। আমরা যে যেই ধর্মই পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হই সে কামনা করছি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব সময় ধর্মীয় গোঁড়ামির উর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সকলের। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকলের। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করি।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন,আমরা চাই সুপ্রিম কোর্ট সকল চিন্তার আধার হোক। আমাদের সবার চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হোক।

সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, অনুষ্ঠানের আহ্বায়ক যষ্টী সরকার, সদস্য সচিব মিন্টু কুমার মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে আইনজীবীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি শশাংক শেখর সরকার প্রমুখ।

এর আগে শনিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে প্রতিমা স্থাপন করা হয়। রোববার সকাল সাড়ে আটটা থেকে পূজা শুরু হয়। পরে অঞ্জলী প্রদান এবং প্রসাদ বিতরণ করা হয়।

Bootstrap Image Preview