Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নীলফামারীতে নৌকার মনোনয়ন পেলেন যারা 

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৩ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


আসন্ন উপেজলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮৭ জনকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে নীলফামারীর ছয়টি উপজেলায় ছয়জনকে প্রাথমিকভাবে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

প্রথম ধাপে নীলফামারীর জলঢাকা উপজেলায় নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপিত আনছার আলী মিন্টু। সদরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সৈয়দপুরে বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মোখছেদুল মমিন, কিশোরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপিত জাকির হোসেন বাবলু, ডিমলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম ও ডোমারে উপেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলায় নির্বাচন হবে। এরমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও রাজশাহী বিভাগে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি ও প্রত্যহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

Bootstrap Image Preview