Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে তিন লাখ শিশুকে খাওয়ানো হল ভিটামিন 'এ' ক্যাপসুল

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় নীলফামারী জেলায় 'এ’ প্লাস ক্যাম্পেইনের (দ্বিতীয় রাউন্ড) উদ্বোধন হয়েছে। উদ্বোধনের দিনেই ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় তিন লাখ (২ লাখ ৯৭ হাজার ৯৬৫) শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।  

এদিকে শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস চত্বরে নীলফামারী পৌরসভা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা বিভাগের আয়োজনে এ জেলার জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম, সহকারী উপ-পরিচালক ডা. খাদিজা নাহিদ ইভা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম গোলাম ফারুক প্রমুখ।

অপরদিকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চত্বরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

জেলা সিভিল সার্জেন কার্যালয়ের সূত্র মতে, “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে ১৯তম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নীলফামারী জেলার ৬টি উপজেলা ৪টি পৌরসভা ৬১টি ইউনিয়নে ২ লাখ ৯৭ হাজার ৯৬৫ জন শিশুকে দ্বিতীয় পর্যায়ে খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ২৯ হাজার ৫৯ জন শিশুকে নীল রং এর এবং ১২-৫৯ মাস বয়সী শিশু সংখ্যার ২ লাখ ৬৮ হাজার ৯০৬ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

Bootstrap Image Preview